রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের জনসভায় ককটেল হামলার মামলায় ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার আড়ানী পৌর ছাত্রদলের সভাপতি মাহিদুল ইসলাম জুয়েলকে রবিবার গ্রেফতার করে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে আড়ানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে ১৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের জনসভায় ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনার মামলা আছে। এছাড়া বিভিন্ন সময় উপজেলায় ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ারও অভিযোগ আছে।