বাগেরহাটের মোল্লাহাটে গুলিতে যুবক নিহত, আহত ৫

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের মোল্লাহাটে গুলিতে রুবেল কাজী (২৬) নামে এক যুবক  নিহত হয়েছে। এসময় আরও ৫ জন আহত এবং দুটি বাড়ি ভাংচুর হয়। ব্যাডমিন্টন খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শনিবার রাত ৮ টার দিকে মোল্ল¬াহাট উপজেলার মোল্লারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা জানান, শনিবার সকালে মোল্লারকুল গ্রামের হাফিজুল খাকির ছেলে মুহিদ ও ফরিদ ওরফে আস্ত খাকির ছেলে খালিদের মধ্যে ব্যাডমিন্টন খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১২টার দিকে হাফিজুল তার লোকজন নিয়ে আস্ত খাজির বাড়িতে হামলা চালায়। এ নিয়ে রাত ৮-টার দিকে আস্ত খাকি তার লোকজন নিয়ে নিজ বাড়িতে মিটিংয়ে  বসে। এ খবর পেয়ে হাফিজুল তার লাইসেন্স করা বন্দুক ও তার লোকজন নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায়। তখন গুলিবিদ্ধ হয়ে লায়েক কাজীর ছেলে রুবেল কাজি মারা যায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, খেলা নিয়ে বিরোধ হলে এক পর্যায়ে আস্ত খাকির বাড়িতে চড়াও হয়ে হাফিজুর রহমান খাকীর লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলিবর্ষণ করে। এলোপাথাড়ি গুলিতে লায়েক কাজীর ছেলে রুবেল নিহত হয়। হামলাকারীরা এসময় লায়েক কাজী ও তার ভায়ের বাড়িও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনার পেক্ষাপটে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।