ভালোবাসা দিবসে মৌলভীবাজারে গণবিয়ে

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারে ভালোবাসা দিবসে আয়োজন করা হয় গণবিয়ের। এতে জেলার ২২টি সামর্থ্যহীন হতদরিদ্র পরিবারের ১১জ’ুটি যুবক-যুবতীর বিয়ে অনুষ্ঠিত হয়। জীবনের পথ চলায় সুখ-দু:খকে ভালোবাসা দিয়ে জয় করতে চান নব দম্পতিরা।
কনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবী সংস্থা আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার উদ্যোগে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামে আবু বকর সিদ্দিক মিয়ার বাড়িতে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইসলামি শরিয়াহ  মোতাবেক গণবিয়েতে কবুল পড়ান মাওলানা আব্দুল বারী ধর্মপুরী।

biye
মৌলভীবাজারে ভালোবাসা দিবসে আয়োজন করা হয় গণবিয়ের

এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অরবিন্দু সেনগুপ্ত এবং বর-কনের আতœীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিয়ের সামাজিক নিয়ম-কানুন শেষে জেলা প্রশাসক আয়োজকদের পক্ষে নগদ ১২ হাজার টাকা ও একটি করে রিক্সা প্রত্যেক নব দম্পতিদের উপহার দেন।