মধুপুরে আদিবাসীদের ভূমি অধিকার ও বন মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: মধুপুরে আদিবাসীদের ভূমি অধিকার ও বন মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছে মধুপুর  গড়াঞ্চলের আদিবাসীরা। রোববার জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, গাসু, বাগাছাস, আইপিডিএসসহ বিভিন্ন সামাজিক সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

Dug 15-02-2015
মধুপুরে আদিবাসীদের ভূমি অধিকার ও বন মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি  ইউজিন নকরেক, ট্রাইভাল ওয়েলফেয়ার এসোসিয়েসনের সভাপতি উইলিয়াম দাজেল, আচিক মিচিক সোসাইটির সভানেত্রী মালতি নকরেক, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ¤্রং, মধুপুর মানবাধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সনাক মধুপুরের সভাপতি শ্রী কুমার গুহ নিয়োগী রানা, সাবেক  ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মন প্রমুখ। মানববন্ধনে গড় এলাকার ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।