রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিভাগীয় নগরী রংপুরে জেলা এবং মহানগর বিএনপির আয়োজনে কাল থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সোয়া ৫টা নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে মহানগরীর সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয় । মিছিলটি নগরীর জীবনবীমা মোড় পর্যন্ত এলে পুলিশী বাধায় আবারো দলীয় কার্যালয়ে ফিরে আসে। সেখানে সমাবেশে বক্তারা দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার নিন্দা জানান এবং অবরোধের পাশাপাশি রোববার থেকে বুধবার পর্যন্ত দেশব্যাপী হরতাল পালনে নগরবাসীর প্রতি আহবান জানান । বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল হাদী বেলাল, রেজেকা সুলতানা ফেন্সি , নাজমুল আলম নাজু জাহিদুর রহমান জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।