রংপুরে হরতালের প্রভাব নেই, জামায়াত-বিএনপি‘র ১৭জনসহ আটক ৪৮

রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি দেশব্যাপী রোববার থেকে বুধবার পর্যন্ত হরতাল আহবান করা হলেও বিভাগীয় নগরী রংপুরে হরতালের কোনো প্রভাব নেই। ২০ দলের সমর্থকদের কিছু দোকান বন্ধ থাকলেও নগরীর অধিকাংশ দোকান পাট, স্কুল কলেজ খোলা রয়েছে ।

ব্যাংক-বীমায় লেনদেন চলছে। সকল প্রকার যানচলাচল করছে। ট্রেন চলাচল করছে, তবে দূরপাল্লার বিশেষ করে ঢাকাগামী বাস ছাড়া অন্যান্য দিনের মতো আন্ত:জেলা বাস চলাচল করছে। নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান করছে । সড়কে কোনো মিছিল মিটিং কিম্বা পিকেটিং নেই।

এদিকে নাশকতার অভিযোগে পুলিশী অভিযানে ৮জন জামায়াত ও ৯জন বিএনপি নেতা-কর্মীসহ মোট ৪৮ জনকে আটক করা হয়েছে ।