শেরপুরের শ্রীবরদীতে রহস্যজনকভাবে মা ও শিশু ছেলে খুন

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের শ্রীবরদী পৌর শহরের কলাকান্দা মহল্লায় ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩ টার দিকে নিজ গৃহে রহস্যজনকভাবে মা ও শিশু ছেলে খুন হয়েছে। নিহতরা হলো-ওই এলাকার জামাত আলীর ছেলে মোটর মেকানিক বিপ্লব মিয়ার স্ত্রী সূয্যমনি বেগম (২২) ও আড়াই বছর বয়সী শিশুপুত্র সীমান্ত মিয়া। তবে খুনের প্রকৃত কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছরের শিশু সীমান্ত মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তার লাশ ঘরের মেঝেতে পড়ে ছিলো। আর মা সূর্যমনি বেগমের (২২) গলায় ওড়নার ফাঁস দিয়ে ঘরের ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ওসি বেলায়েত হোসেন তরফদার জানান, এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মা-পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।