শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের শ্রীবরদীতে সদ্য আওয়ামী লীগের কাউন্সিল গঠনে অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা। ১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে শ্রীবরদী পশ্চিম বাজারের বীর প্রতীক জহুরুল হক মুন্সীর কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে বিএনপি ও রাজাকার মুক্ত করার আহবান জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়ালীউজ্জামান আশরাফী লতা।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমিনুল ইসলাম, বীর প্রতীক জহুরুল হক মুন্সী, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মাসুদ মান্টু, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা শামছুল হক মৃধা ও তোফাজ্জল হক প্রমূখ। সম্মেলনে স্থানীয় ও জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।