কলাপাড়া(পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: কলাপাড়ায় মোটরসাইকেল চুরি বেড়েছে। কলাপাড়া পৌর শহরের ইসলামপুর এলাকা থেকে ব্যবসায়ী রাসেল তালুকদারের মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার রাতে সংঘবদ্ধ চোর চক্রটি তার বাসার লোহার কলাপসিক্যাল গেটের তালা ভেঙ্গে কালো রং এর পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল (পটুয়াখালী-এল-১১-০২২৮) নিয়ে যায়।
রাসেল তালুকদার জানান, প্রতিদিনের মতো রাতে বাসার গেটের মধ্যে মোটরসাইকেলটি রেখে ভিতর থেকে তালা দিয়ে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গেটের তালা ভেঙ্গে মোটরসাইকেলটি নিয়ে গেছে চোর চক্র। এ ব্যাপারে গতকাল কলাপাড়া থানায় জিডি হয়েছে।
কিছুদিন আগে পৌর শহরের বাসষ্টান্ড থেকে সাংবাদিক মোহসীন পারভেজের মোটরসাইকেল চুরি হলেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ।