কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে সোমবার পানিতে ডুবে সুদিপ্ত নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সুদিপ্ত উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব গ্রামের সুজন হালদারের ছেলে।
এলাকাবাসী জানায়, শিশু সুদিপ্ত দুপুর সাড়ে বারটার দিকে বসতবাড়ির পাশের একটি পুকুরের পাশে খেলছিল। একপর্যায়ে সে সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে আশংকাজনক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।