দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মিন্টুর জামিন নাকচ, কারাগারে প্রেরণ

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক ঘটনার সাথে জড়িত ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাকের বাড়িতে ভাংচুর করার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কামাল হোসেনের আদালতে জেলা আওয়ামী লীগ নেতা মির্জা আশফাক হোসেনের দায়েরকৃত নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামি জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। বিচারক তার জামিন নাকচ করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরে তাকে কড়া পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

৫ জানুয়ারি দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেনের মার্কেটের দোকানপাট, ঢাকা ব্যাংক, দিনাজপুর শাখা ও ১টি বীমা অফিসসহ বাসভবনে ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও লুটপাটসহ সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে মির্জা আশফাক ৭ জানুয়ারি কোতয়ালী থানায় জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুকে হুকুমের আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩/৪শ বিএনপি-জামায়াত ক্যাডারদের আসামি করে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু হাইকোর্ট থেকে ৪সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন। জামিন শেষে সোমবার দুপুরে উচ্চতর আদালতের আদেশে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক উক্ত আদেশ প্রদান করেন।