মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে সোমবার মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা মাদক সেবনের দায়ে দু’জনকে এক মাসের জেল ও পাঁচ জুয়াড়ীকে ৩ দিনের জেল প্রদান করেন।
দ-িতরা হলো উপজেলার আকাশি গ্রামের লুৎফর রহমান, বাবলু মিয়া, চাড়ালবাড়ী গ্রামের মোবারক হোসেন, রাণীয়াত গ্রামের সুজন মিয়া, মির্জবাড়ী গ্রামের কোরবান আলী, কুন্দরা গ্রামের আব্দুল মান্নান এবং দরিহাতিল গ্রামের সুমন মিয়া।
এ সময় গোপালপুর সার্কেলের সিনিয়র এএসপি আবুল হাসানাত ও ওসি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অপরদিকে ইউএনও মোক্তাদির আজিজ ৬ জুয়াড়ীকে ১শ টাকা করে জরিমানা করেন। তারা হলো পিরোজপুর গ্রামের ছোবহান মিয়া, আবুল হোসেন, গোলাম মোস্তাফা, কাইয়ুম আলী, আব্দুল হামিদ ও আঃ রাজ্জাক। এ সময় উপ-পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন।