রংপুর থেকে জয়নাল আবেদীন: বৃহত্তর রংপুর অঞ্চলে হরতাল-অবরোধ দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন দরিদ্র রোগীদের টিফিনের পয়সা বাঁচিয়ে আর্থিক সহায়তা দিয়েছে রংপুর আরসিসিআই স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। একইসাথে আর্তমানবতার সেবা সংগঠন রংপুর রোটারী ক্লাবের পক্ষ থেকেও তাদের আর্থিক অনুদান প্রদান করেন ।
সোমবার দুপুরে এই দু’টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০/ ২৫ জনের প্রতিনিধি দল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রোগীদের দেখেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় রোটারী ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট আবুল কাশেম, আগের প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু পেট্রোল বোমায় দগ্ধ ১৯ রোগীর প্রত্যেককে নগদ ৫হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন। এছাড়াও আরসিসিআই স্কুল এবং কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা ১হাজার টাকা করে মোট ২৮ জনকে আর্থিক সহায়তা দেন।
এ সময় রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল বার্ণ ইউনিটের বিভাগীয় প্রধান ডাঃ মারুফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বার্ণ ইউনিট পরিদর্শণ শেষে রোটারী নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, যারা হরতাল অবরোধে পুড়িয়ে মানুষ হত্যা করছে সেইসব বোমাবাজদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে ।