রাজশাহীতে ১১ ককটেল উদ্ধার, পলাতক আসামিসহ আটক ৪৩

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর দেবীশিংপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫ রেলওয়ে কলোনী ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোরে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এদিকে, রাজশাহী নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গত ২৪ ঘন্টায় মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৭ জন বিভিন্ন মামলার পলাতক আসামি এবং ৬ জন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী।