রায়পুরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুট

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু:  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় এক প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের লোকজন সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছে পরিবারটি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Raipur-Lakshmipur News 16-02-2015 News Pic
রায়পুরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুট করা হয়

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, জায়গা-জমি নিয়ে ওই এলাকার ছৈয়াল বাড়ির প্রবাসী মো. নাজিবুল্লাহর সাথে একই এলাকার ফারুক ছৈয়ালদের বিরোধ ছিল। এর জের ধরে ফারুকের নেতৃত্বে আবুল কালাম, আবুল বাশার, আব্দুল আউয়াল, রাসেল, ফয়েজসহ কয়েকজন মিলে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর করে। ওই সময় তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে বেঁধে রেখে স্বর্ণালংকারসহ নগদ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। এই ঘটনায় পরিবারের আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী বলেন, স্বামী বাড়িতে না থাকার সুযোগে ফারুক ও তার লোকজন বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল। টাকা না পেয়ে তারা আমার বাড়িতে হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি। তাদের হুমকি ও মহড়ায় আমরা আতঙ্কে রয়েছি। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নিবো।

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি যাচাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।