জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) রোববার লিবিয়ায় অপহৃত হওয়া মিসরের ২১ জন কপটিক খ্রিস্টানকে শিরশ্ছেদ করার দাবি করেছে। তারা শিরশ্ছেদের একটি ভিডিও প্রকাশ করেছে।
সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মিসর। এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
জিহাদিদের সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল গভীর রাতে শিরশ্ছেদের ভিডিওটি প্রচার করা হয়।
ভিডিও ফুটেজে একটি সমুদ্রসৈকতে হাতকড়া পরা ২১ জন জিম্মিকে দেখা যায়। তাঁদের পরনে কমলা রঙের জাম্পস্যুট। তাঁদের প্রত্যেকের সঙ্গে একজন করে মুখোশধারী জঙ্গি। তাঁদের পরনে কালো পোশাক। একপর্যায়ে জিম্মি ব্যক্তিদের হাঁটুগেড়ে বসিয়ে গণহারে শিরশ্ছেদ করে জঙ্গিরা।
ভিডিও ফুটেজে দাবি করা হয়েছে, মিসরের ওই ২১ জন খ্রিষ্টানকে শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেটের (আইএস) ত্রিপোলি শাখা। লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি সমুদ্রসৈকতে তাঁদের শিরশ্ছেদ করা হয়।
এর আগে আইএসের একটি অনলাইন সাময়িকীতে সমসংখ্যক মিসরীয় নাগরিক লিবিয়ায় জিম্মি আছেন বলে দাবি করা হয়েছিল।
শিরশ্ছেদের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর মিসরের জাতীয় টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেন, তাঁর দেশ এই হত্যাকারীদের শায়েস্তা করার অধিকার রাখে।
যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ।
পাল্টা জবাব হিসেবে লিবিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে মিসর। আজ সোমবার দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এএফপির খবরে এ কথা জানানো হয়।
এক বিবৃতিতে মিসরের সামরিক বাহিনী বলেছে, লিবিয়ার দায়েশ আস্তানাকে লক্ষ্য করে আজ সোমবার সামরিক হামলা চালানো হয়েছে। এটি আইএস জঙ্গিদের সমবেত হওয়া, প্রশিক্ষণ ও অস্ত্র মজুতের স্থান হিসেবে চিহ্নিত।