বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: অবরোধ-হরতাল ও পরীক্ষার মধ্যেই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বরিশালে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। তবে মেলা উদ্বোধনের তারিখ এখনও ঠিক করতে পারেনি বরিশাল জেলা চেম্বার অব কমার্স। তারিখ নির্ধরণ না হলেও মেলার স্থান নির্ধারণ করা হয়েছে।
বিগত বছরগুলোর মত নগরীর বান্দ রোড বিআইডব্লিউটি এর মেরিন ওয়ার্কশপ মাঠে বাণিজ্য মেলা অয়োজনের লক্ষে প্রস্ততি নিচ্ছে জেলা চেম্বার অব কমার্স। তবে একদিকে হরতাল, অবরোধ ও অন্যদিকে এসএসসি পরীক্ষার মধ্যে মেলায় আশানুরূপ দর্শক হবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে ব্যাবসায়ী ও নগরবাসীর মধ্যে। পরীক্ষাসহ নানা সমস্যার দিক ভেবে এবার বাণিজ্য মেলায় বিনোদনের কোন আয়োজন থাকছে না বলে জনিয়েছে আয়োজকরা।
দেশের সুনামধন্য কোম্পানীগুলো মেলায় অংশ নিবে বলে আশা করছে আয়োজকরা। এছাড়া দর্শকদের আকৃষ্ট করতে র্যাফেল ড্র-এর ব্যবস্থা থাকবে। বরিশাল নগরীর এসএসসি পরীক্ষর্থী নিলয় বাড়ৈ জানান, পরীক্ষার সময় মেলা চললে আমাদের মনযোগের ব্যঘাত ঘটবে। জেলা চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ এখন বিদেশে অবস্থান বরছেন। তিনি ফিরে আসলেই উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, দেশের স্বনামধন্য কোম্পানীগুলোর মেলায় অংশ নিতে যোগাযোগ চলছে।