ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা রফিউদ্দিন ওরফে ছোট তারেক নিহত হয়। মঙ্গলবার ভোররাতে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ছোট তারেক বিষয়খালী গ্রামের দলিলউদ্দিনের ছেলে। এ সময় র্যাব অস্ত্র, গুলি ও পেট্টোলবোমা উদ্ধার করে । র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উপ-পরিচালক নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সোমবার রাতে বিষয়খালী বাজার এলাকা থেকে তারেককে আটক করা হয়। পরে আজ ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে চুটলিয়া মোড় এলাকায় গেলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালালে তারেক গুলিবিদ্ধ হয় বলে র্যাব দাবি করেছে।
পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল, ২ টি রিভলবার, ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি ও ৬ টি পেট্টোল বোমা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।