মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে রংপুরে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল মানববন্ধন

রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদ এবং হরতাল অবরোধে পেট্রোলবোমায় শিশুসহ  সাধারণ মানুষকে পুড়িয়ে মারার প্রতিবাদে মঙ্গলবার রংপুরে জেলা শ্রমিক লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করেছে।

RANGPUR PHOTO 02
রংপুরে জেলা শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

নগরীর কাচারি বাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,  বিএনপি-জামায়াত জোট দেশে নাশকতা করে মানুষকে পুড়িয়ে মারছে। অবৈধ হরতাল অবরোধ দিয়ে দেশেকে অচল করে দিচ্ছে, যা কোনভাবেই কাম্য নয় ।

বক্তারা দেশে নৈরাজ্যের মূল নায়ক বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান শফি, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস ছালাম সরকার, গাওহারুল ইসলাম, আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।