রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগর শিবির সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়্যান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীমকে গ্রেফতার করেছে নগরীর শাহ মখদুম থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করে। নগরীর শাহ মখদুম থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নাশকতার পরিকল্পনা শেষে শিবিরের তিন নেতা পবা থেকে নগরীর দিকে আসছে খবর পেয়ে পুলিশের একটি দল সাদা পোশাকে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে পবা কলেজ মোড় থেকে তাদের গ্রেফতার করে শাহ মুখদুম থানা পুলিশ।