শেরপুর থেকে রেজাউল করিম বকুল; নাশকতার পরিকল্পনার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শামিম আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের চাউল হাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা ওলামা দলের সভাপতি জহুরুল হকের ছেলে।
ঝিনাইগাতী থানার পুলিশ জানায়, শহরের চাউল হাটি এলাকায় গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শামিম আহমেদকে পুলিশ আটক করে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।