শেরপুরে মায়ানমারের নাগরিকসহ আটক ৩, উদ্ধার ২ নারী

শেরপুর থেকে হাকিম বাবুল: মানবপাচার ও  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মায়ানমারের এক নাগরিক সহ তিনজনকে আটক করেছে শেরপুর সদর থানা পুুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ধলা ইউনিয়নের বাকারকান্দা গ্রামের মজিবর রহমানের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে আনা দুই নারীকে  উদ্ধার করা হয়।

Sherpur pic-1
মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মায়ানমারের এক নাগরিক সহ তিনজনকে আটক করেছে

আটককৃতরা হলো- মায়নামারের নাগরিক হাসান আলীর ছেলে আব্দুর রহমান (২২), কক্সবাজার জেলার টেকনাফের  আলী তোহারের ছেলে সাদ্দাম হোসেন (২৫) এবং শেরপুরের বাকারকান্দা গ্রামের মিষ্টার আলীর ছেলে মজিবর রহমান (৪০)।

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলা ইউনিয়নের বাকারকান্দা গ্রামের মজিবর রহমানের বাড়ি থেকে মায়নমারের এক নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে দুই নারীকেও উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে  মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পৃথক দু’টি মামলা রেকর্ড করা হয়েছে। ওসি বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ওই দুই নারীকে কাজ দেওয়ার কথা বলে শেরপুর সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসে বলে জানায়। দীর্ঘদিন যাবত বাংলাদেশের বিভিন্ন ঠিকানা ব্যবহার করে ভুয়া পাসপোর্ট করে মানব পাচারের কাজে তারা জড়িত বলে পুলিশকে তারা আরও জানিয়েছে।