আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ক্যানবেরার মানুকা ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের এই জয়ে সাকিব আল হাসান ও মুশফিকুরের রহিমের ব্যাটিং এবং মাশরাফির দুর্দান্ত বোলিং বড় ভূমিকা রেখেছ।
বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়টা দিয়েই যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ১৬২ রানে অলআউট করে আফগানিস্তানকে বাংলাদেশের জাত চিনিয়েছে টাইটার্সরা।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২৬৭ রান করে। জবাবে আফগানিস্তান ১৬২ রানে ওলআইট হয়ে যায়। সাকিব ৬৩ এবং মুশফিক ৭১ রান করেন। বোলিং-এ মাশরাফির ৩ উইকেটের পাশাপাশি ২টি উইকেট সাকিব আল হাসানের। একটি করে উইকেট তাসকিন, মাহমুদউল্লাহ আর রুবেলের। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছন মুশফিকুর রহিম।
বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপেক্ষ ২১ ফেব্রুয়ারি।