নেত্রকোন থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় উন্নত জাতের সরিষা চাষ সম্প্রসারণের লক্ষ্যে বুধবার দুপুরে কৃষকদের নিয়ে সরিষা চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা ও মাঠ দিবস পালন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিনা) ময়মনসিংহ ও নেত্রকোনা কৃষি বিভাগ।
নেত্রকোনা সদর উপজেলার সনুরা গ্রামে আয়োজিত মাঠে দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার সরকার। বিনা-৪ উন্নত জাতের সরিষা চাষ নিয়ে আলোচনা করেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মালেক ড. ফিরোজ হাসানসহ অন্যরা। এতে এলাকার কৃষকরা সরিষা চাষ সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সরিষা চাষের বৈজ্ঞানিক পদ্ধতির নানা দিক জানতে চান।