খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন স্থগিত

খুলনা থেকে প্রতিনিধি: চলমান অস্থিরতার কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন স্থগিত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আসা নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব-১ ও সিনিয়র সহকারী সচিব জন্নাতুন নাঈম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত পত্রটি (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অনিবার্য কারণবশত ৪ মার্চ অনুষ্ঠেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির এক জরুরি সভা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ৫ম সমাবর্তন স্থগিত সংক্রান্ত রাষ্ট্রপতির কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

সোমবার ক্যাম্পাসে দেখা যায়, সমাবর্তন নিয়ে ক্যাম্পাসের সড়ক, ভবনসহ বিভিন্ন উন্নয়নের প্রস্তুতি চলছিল। সোমবার দুপরে উপাচার্য ঢাকা থেকে ক্যাম্পাসে আসার পর গুঞ্জন হয় সমাবর্তন হবে কিনা।

এর আগে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের দিন দেশব্যাপী হরতাল থাকলেও সেদিন খুলনায় হরতাল মুক্ত রেখে সমাবর্তন অনুষ্ঠিত হয়।