ভোলা থেকে জুন্নু রায়হান: খালেদা-তারেক আগুন সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন। বাস্তবতা হচ্ছে খালেদা জিয়া আর তারেকই হচ্ছে আগুন সন্ত্রাসের মূল পরিকল্পনাকারী, তাই খালেদা জিয়া এবং তারেকের সাথে নির্বাচন নিয়ে আলোচনা অর্থহীন, ভোলায় কমিউনিটি রেডিও মেঘনা’র উদ্বোধনকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দানবের বিরুদ্ধে মানবের বিজয় নিশ্চিত, দানবের সঙ্গে মানবের আলোচনা হতে পারেনা। একাত্তরে পাকিস্তানীদের সাথে তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা যেভাবে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এখন সেই তা-ব শুরু করেছে। সে দিন যেমন দেশবাসী তাদের প্রতিহত করেছে আজকের দিনেও দেশবাসী এই আগুন সন্ত্রাসী আর স্বাধীনতা বিরোধের সকল চক্রান্ত প্রতিহত করবে।
চরফ্যাসনের ব্রজগোপাল টাউন হলে কোস্টট্রাস্টের পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ওই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, দ্বীপাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের ধারার সাথে সংযুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই কমিউনিটি রেডিও স্থাপন করা হয়েছে। এই কমিউনিটি রেডিও মেঘনা কুসংষ্কার থেকে, ধর্মান্ধতা থেকে, বৈষম্য থেকে, মিথ্যাচার থেকে, ইতিহাস বিকৃতি থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে আলোর পথে, গণতন্ত্রের পথে, উন্নয়নের পথে, শান্তির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশকে উন্নয়নের পথে, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে যে অঙ্গিাকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার পথে যেই আগুন সন্ত্রাসীরা, জঙ্গীবাদি নাশকতাকারীরা এবং যুদ্ধাপরাধীরা যে চক্রান্ত করছে তা প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যও এই কমিউনিটি রেডিও মেঘনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপ-মন্ত্রী ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মুখ্য সচিব মো: আব্দুল করিম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দীন আহমেদ প্রমূখ। এরপর বিকালে মনপুরা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব অংশ নিয়েছেন।