দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের সেতাবগঞ্জে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে ১ ছাত্রদল কর্মী। বুধবার সকাল ৮টায় সেতাবগঞ্জ পৌরসভা এলাকার উপজেলা ডাকঘরের বারন্দায় ৩টি ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের বারান্দায় ৩টি ককটেল দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।
প্লাস্টিকের বালতিতে পানির মধ্যে ৬টি ককটেল নিস্ক্রিয় করা হয়। এই ঘটনায় বুধবার দুপুর ২টায় পিডিবিপাড়া থেকে ছাত্রদল কর্মী সাকিবকে (২১) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে থানা রোডে ২টি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়।
ককটেল উদ্ধারের ঘটনায় সেতাবগঞ্জ পৌর এলাকায় জনমনে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জামায়াত-বিএনপির ৩ জন গ্রেফতার
নাশকতার অভিযোগে পুলিশ বুধবার ভোরে দিনাজপুরে জামায়াত-বিএনপির ৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জামায়াতের ২ জন ও বিএনপির ১ জন কর্মী রয়েছেন। বুধবার দুপুরে আটক ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।