পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৯ ফেব্রুয়ারি রংপুর থেকে রোডমার্চ

রংপুর থেকে জয়নাল আবেদীন: তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন সকল জমিতে পানির দাবিতে ১৯ ফেব্রুয়ারি রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জি.এল.রায় রোডে সাম্যবাদ কার্যালয়ে বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

112
সাম্যবাদ কার্যালয়ে বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বলা হয়- ভারত সরকার আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লংঘন করে বাংলাদেশের প্রায় সব কয়টি নদীর উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। ফলে সেচ মওসুমে তীব্র পানি সংকট, আবার বর্ষা মওসুমে ভয়াবহ বন্যা বাংলাদেশের জন্য প্রতি বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে শুকনো মওসুমে ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের ফলে আমাদের দেশের নীলফামারী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাটসহ গোটা উত্তরাঞ্চল আজ মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি, মরুকরণের ঝুঁকিতে সমগ্র অঞ্চল। তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ১ লক্ষ ১১ হাজার ৪৬০ হেক্টর জমির বেশীর ভাগই গত বছর সেচ সুবিধা পায়নি। গত বছর যতটুকু পেয়েছিল এবছর তাও নেই। বর্তমানে তিস্তা সেচ প্রকল্পের অধীনে কোনো জমিতে সেচ সুবিধা পাওয়া যাচ্ছে না।

বিকল্প আয়োজন যারা করছে, তাদের বিঘা প্রতি বাড়তি খরচ গুনতে হচ্ছে প্রায় ২৫০০(দুই হাজার পাঁচশত) টাকা। যাদের বিকল্প আয়োজনের সামর্থ্য নেই তারা পড়েছে বিপাকে। তাই বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চের কর্মসূচি ঘোষণা করেছে। আয়োজকরা জানান, বর্তমান সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরণের কর্মসূচি পালন খুবই ঝুঁকিপূর্ণ। তারপরও উত্তরাঞ্চলের মরুকরণ রোধ ও কৃষি-কৃষক, প্রাণ-প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষার প্রয়োজনে আমরা রোডমার্চ কর্মসূচি ঐ নির্দিষ্ট দিনে পালন করব। উক্ত কর্মসূচিতে আমরা সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন, সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে ১৯ ফেব্রুয়ারি রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদ (মার্কসবাদী) রংপুর বিভাগীয় সংগঠক কমরেড মঞ্জুর আলম মিঠু। এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, রাজশাহী বিভাগীয় সংগঠক কমরেড ওবায়দুল্লাহ মুসা, রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, দিনাজপুর জেলা সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম সবুজ, রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ প্রমুখ।