বাংলাদেশকে শান্তি ও কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা নৌমন্ত্রীর

রংপুর থেকে জয়নাল আবেদীন: রাজাকার-আলবদরদের কবর রচনা করে বাংলাদেশকে একটি শান্তি ও কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। তিনি বলেন, বিশ দলের বিষাক্ত ছোবলে বাংলাদেশ পুড়ে যাচ্ছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

0
বক্তব্য রাখছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি

মঙ্গলবার দুপুরে সাধক কবি হেয়াদ মামুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত, জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ।