রংপুর থেকে জয়নাল আবেদীন: রাজাকার-আলবদরদের কবর রচনা করে বাংলাদেশকে একটি শান্তি ও কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। তিনি বলেন, বিশ দলের বিষাক্ত ছোবলে বাংলাদেশ পুড়ে যাচ্ছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
মঙ্গলবার দুপুরে সাধক কবি হেয়াদ মামুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত, জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ।