জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
এর আগে বেলা ১১টার দিকে ১৬৫ পৃষ্ঠার রায় পড়া শুরু করা হয়। সুবহানের বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের মধ্যে ১, ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে এবং ৫, ৮ ও ৯ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানান ট্রাইব্যুনাল। এরপর দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।
সকাল নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সুবহানকে ট্রাইব্যুনালে আনা হয়।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
পাবনা জেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমির সুবহান একাত্তরে দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর পাবনায় শান্তি কমিটি গঠিত হলে সুবহান প্রথমে ওই কমিটির সাধারণ সম্পাদক ও পরে সহসভাপতি হন। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুবহানকে আটক করে। ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।