রাজশাহীতে যুবলীগ নেতার পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়ামিনের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশা নামের আওয়ামী লীগের এক কর্মীও আহত হয়েছেন। হামলার আগে ও পরে দুর্বৃত্তরা ওই এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ জানান, গতকাল রাতে বিনোদপুর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন যুবলীগ সভাপতি ইয়ামিন ও ঈশা। এসময় ২০-২৫ জনের একটি দল ককটেল ফাটিয়ে তাদের ধাওয়া করে। তারা দুইজন বিনোদপুর বাজারের একটি গলির মধ্যে ঢুকে পড়লে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ইয়ামিনের বাম পায়ের রগ কেটে দেয় ও তার মাথায় কোপ দেয়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে ঈশাকে কুপিয়ে জখম করে। এরপর গুলি ও ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে চলে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহসানুল হক জানান, ধারালো অস্ত্র দিয়ে ইয়ামিনের বাম পায়ের রগ কেটে দেওয়ার পাশাপাশি মাথায় কোপানো হয়েছে। এছাড়া পায়ের গোড়ালিতে গুলি করা হয়েছে। ঈশাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে ইয়ামিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অস্ত্রেপচার চলছিল।

নগর যুবলীগের সভাপতি রমজান আলী দাবি করেছেন, জামায়াত-শিবিরকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। হামলার ধরন দেখে তারা নিশ্চিত হয়েছেন শিবিরের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যুবলীগ নেতার ওপর হামলা চালিয়েছে।