রায়পুর (লক্ষ্মীপুর) মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় দেড় লক্ষ টাকার দেড় টন জাটকাসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে গ্রাম পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চর আবাবিল ইউনিয়নের হাইন্যাগো মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলমের কার্যালয়ে আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় ও জাটকাগুলো এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
আটককৃতরা হলো ঢাকার ডেমড়া এলাকার আয়াত আলীর ছেলে মো. ইউনুছ মিয়া (৩৫), মো. ইউছুফ (৩০) ও চরভৈরবীর চর জালিয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. হেলাল (৩০)।
হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই মো. মহিন উদ্দিন বলেন, দুপুরে মেঘনা নদী সংলগ্ন কাটাখালী আড়ত থেকে আটককৃতরা পিকআপ ভ্যানে করে তিন থেকে চার ইঞ্চি সাইজের জাটকা ইলিশগুলো ক্রয় করে যাওয়ার পথে তাদেরকে স্থানীয় গ্রাম পুলিশ মো. জাকির ও দেলোয়ার হোসেন আটক করে ফাঁড়ি থানায় নিয়ে আসে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, আটককৃত ৩ জনকে ৫হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। মাছগুলো এতিম-অসহায়দের মাঝে দেয়া হয়েছে। জাটকা ইলিশ ধরা, বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকায় জাটকা নিধন রোধে প্রশাসন তৎপর রয়েছে।