কুলাউড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)  ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ব্রাহ্মণবাজার হতে কুলাউড়া শহরের স্বাধীনতা সৌধ পর্যন্ত ৮ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মইনুল ইসলাম শামীম প্রমুখ।

Merathon
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

ম্যারাথন দৌড় শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ৫০০০, ৩০০০, ২০০০ টাকার প্রাইজমানি, ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতায় ১ম হয়েছেন পৌরসভার চাতলগাঁও গ্রামের তুহিন আহমদ, ২য় দাউদপুর গ্রামের ইকবাল হোসেন ও ৩য় হয়েছেন পরীনগর গ্রামের মনসুর আহমদ। এতে ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।