তানোরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আহত ৩

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর তানোরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলায় তিন বাসযাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মু-ুমালা পৌরসভা এলাকার বুড়াবুড়ির মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তানোর উপজেলার মু-ুমালা এলাকার খাদিজা (২৫), কলেজ ছাত্র আনোয়ার হোসেন  (২২) ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার রাসেল (২৬)।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, সিয়াম পরিবহন (মৌলভি বাজার-জ-০৪-০০৯৯) নামের বাসটি রাজশাহী থেকে তানোর হয়ে আমনুরার উদ্দেশে যাচ্ছিল। পথে বুড়াবুড়ির মোড়ে পৌঁছালে ৩ থেকে ৪ জন বাসের সামনে চালককে লক্ষ্য করে পেট্রলবোমা ছুঁড়ে মারে। কোনো যাত্রী দগ্ধ হননি। তবে এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে ৩ জন আহত হন।