নাচোলে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) থেকে অলিউল হক ডলার:  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী নিয়ামত ফজলুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রানী, নাচোল যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণীসম্পাদ কর্মকর্তা ইসমাইল হোসেন, দুরুল হোদা, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম প্রমুখ।