বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: খারাপ আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এ সতর্কতা জারি করা হয়। বুধবার রাত ১১টার পর থেকে হঠাৎ করে বরিশাল ও আশেপাশের এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়া। সাথে মেঘের গর্জন ও হালকা বৃষ্টি। এই ঝড়ো হাওয়া ও মেঘের গর্জন সকাল পর্যন্ত থেমে থেমে চলতে থাকে।
তবে ভোরের দিকে বাতাসের বেগ কমে আসলেও সকাল নয়টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত ছিল। পরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলেও রাতভর বাতাসের কারণে বরিশালে গত কয়েকদিনের তুলনায় শীত অনুভব হচ্ছে কিছুটা বেশি।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আ. কুদ্দুস বাবু বলেন, বুধবার রাত সাড়ে ১১টার পর থেকে বরিশাল ও আশেপাশের এলাকায় হঠাৎ করে ঘণ্টায় ৩৭ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। পরে সকালের দিকে বাতাসের গতিবেগ কমে প্রতি ঘণ্টায় পাঁচ-সাত কিলোমিটার দাঁড়ায়।
তিনি আরো বলেন, সারারাত ধরে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হলেও ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত নগরীতে ১০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তর বরিশাল নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত জারি করেছে।