লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: তিন দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন পেট্রোলবোমায় দগ্ধ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দিনমজুর হোসেন আলী (৫০)। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) ফেনীর লালপুর এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলায় তিনি গুরুতর দগ্ধ হন। নিহত হোসেন আলী উপজেলার চৌধুরী বাজার এলাকার বাসিন্দা।
হোসেন আলীর ছেলে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. নুরনবী জানান, তার বাবা চট্টগ্রামে দিনমজুরের কাজ করতেন। রোববার তিনি কাজ শেষে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বহনকারী কাভার্ডভ্যানটি ফেনীর লালপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ভ্যানটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে হোসেন আলীসহ ভ্যানটির চালক আবদুল হালিম গুরুতর দগ্ধ হন। ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি মারা যান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ হোসেন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।