রাজশাহীতে ইয়ং বাংলা ডিভিশনাল মিট ২২ ফেব্রুয়ারি

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে ইয়ং বাংলা ডিভিশনাল মিট অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি (রবিবার)। নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে দুপুর দুইটায় নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কথা জনান তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় ইয়ং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সব স্তরের যুবকদের সমন্বিত করে তাদের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় রূপকল্প-২০২১ এ অন্তর্ভুক্ত করা।