জুড়ী উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৯ মার্চ

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজার জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী  ২৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারি রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম এই তফশিল ঘোষণা করেন।

তফশিল অনুযায়ী রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ।

জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন। ২৬ জানুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) বলেন।