বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বাইপাস সড়কের বুথার এলাকায় শুক্রবার দিবাগত গভীর রাতে পুলিশের ক্রসফায়ারে ছাত্র ও যুবদলের দু’নেতা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি পেট্রোলবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
নিহত দু’জনই ৯ ফেব্রুয়ারি রাতে বাইপাস সড়কের প্রভাবশালী এক জামায়াত নেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সম্মুখে বসে একটি মালবাহী পিকআপে পেট্রোলবোমা নিক্ষেপ করা মামলার অন্যতম আসামি। এরমধ্যে নিহত উপজেলা যুবদল নেতা ও বাকাল গ্রামের হোসেন মোল্লার পুত্র কবির হোসেন মোল্লা (৩০) ওই মামলার এক নাম্বার ও উপজেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক নগরবাড়ি গ্রামের মৃত মতিউর রহমান হাওলাদারের পুত্র টিপু হাওলাদার (৩৫) একই মামলার তিন নাম্বার আসামি।
আগৈলঝাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কবির ও টিপু হাওলাদারকে ঢাকার ওয়াজপুর এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমতে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে তাদের (গ্রেফতারকৃতদের) মজুদ করা পেট্রোলবোমা ও অস্ত্র উদ্ধার এবং আত্মগোপনে থাকা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য বাইপাস সড়কের বুধার এলাকায় পৌঁছলে পালিয়ে থাকা আসামিরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এসময় পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গ্রেফতারকৃত কবির হোসেন ও টিপু হাওলাদার পালিয়ে যাবার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়। একপর্যায়ে হামলাকারী আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি পেট্রোলবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ওসি আরো জানান, শনিবার সকালে নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।