সারাদেশে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করে সর্বস্তরের মানুষ

রংপুর থেকে জয়নাল আবেদীন: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে রাত ১০টার পর থেকে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। রাত ১২টা ১মিনিটে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে প্রথমে রংপুর  বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির এবং রংপুর সিটি মেয়রের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়র আবুল কাশেমের নেতৃত্বে  ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিবসের সুচনা করা হয় ।

MUKTTIZOODA PHOTO 21.02
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে

এর পর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপিসহ পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগীয় এবং জেলার সরকারি দফতর, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষে শতাধিক পূষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু একাডেমী মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় শহীদ মিনার চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

সারাদশে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
রাজশাহী  থেকে কাজী শাহেদ: ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। দিবসটির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে নগরীর ভুবনমোহন পার্কে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। কোর্ট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মাহবুব জামান ভুলু।

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: যথাযোগ্য মর্যাদায় আর নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পক্ষে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।

Barisal . Mother languge day objervation-21.02

এরপর শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট তলুকদার মো. ইউনুচ, সংসদ সদস্য এ্যাডভোকেট টিপু সুলতান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ডিআইজি মো. হুমায়ুন কবির, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনসহ প্রশাসন ও সামাজিক সংগঠন মিলিয়ে ১২৭টি সংগঠন প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সকাল ৬টা থেকে ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, আওয়ামী লীগ, বিএনপি এবং এদের ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দুই শতাধিক সংগঠন। সকাল আটটা থেকে শহীদ মিনার চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সন্ধানী। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলেচনা সভার আয়োজন করেছে জেলা শিশু একাডেমি।  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে সকাল নয়টা থেকে নগরীর রসুলপুর বস্তিতে শিশুদের জন্য শহীদ মিনার তৈরী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। একুশের এই অনুষ্ঠান নির্বিঘেœ সম্পন্ন করার জন্য নগর জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে।

শেরপুরে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
শেরপুর থেকে হাকিম বাবুল: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শনিবার শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ভোরে নগ্ন পায়ে ফুল হাতে প্রভাত ফেরি সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতি সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করে।

Sherpur pic-3

একুশের প্রথম প্রহরে হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসন, পুলিশ সুপার, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন বিভিন্ন সংগঠন আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হয়।

কিশোরগঞ্জে মহান একুশ পালন
কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকারে কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহরের সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেমেছিল সর্বস্তরের জনতার ঢল।
Kishoreganj (Zela Press Club)-22-02-15
একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, গুরুদয়াল কলেজ, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, গণতন্ত্রী পার্টি, জেলা প্রেসক্লাব, জেলা পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শহীদ মিনারে ছিল হাজার হাজার জনতার ঢল। এবার শহীদ দিবস উদযাপনে ছিল বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা।

এছাড়া একুশের বইমেলায় ছিল ভাষা আন্দোলনের ওপর আলোচনা সভা। শুক্রবার বিকালে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণের বইমেলার মঞ্চে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা সাংস্কৃতিক জোট সভাপতি সাবেক শিক্ষক আবু খালেদ পাঠান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বকুল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু এবং গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন।

কুলাউড়ায় খাসিয়া গারো শিশুদের ২১ পালন
কুলাউড়া থেকে আজিজুল ইসলাম: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি- মাতৃভাষা তাদের বাঙলা না হলেও একুশের চেতনায় উদ্বুদ্ধ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার খাসিয়া ও গারো শিশুরা।

adibasi 1

খাসিয়া ও গারোদের নিজস্ব মাতৃভাষা রয়েছে। তারপরও সারাদেশের ন্যায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে খাসিয়া ও গারো শিশু শিক্ষার্থীরা। গহীন অরণ্যে আমুলি পুঞ্জিতে অমর একুশের প্রথম প্রহরে কলাগাছ আর বাঁশ দিয়ে বানানো শহীদ বেদীতে পুষ্পস্তবক আর্পণ করছে ক্ষুদে শিশু শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুরের কমলনগরে শ্রদ্ধাবনতচিত্তে ভাষা শহীদদের স্মরণ
লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৫২-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে হাজিরহাট উপকূল কলেজে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো জনতার ঢল নামে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মোহাম্মদ আব্দুল আওয়ালের পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর পর পুলিশ প্রশাসনের পক্ষে ওসি কবির আহাম্মদ, স্থানীয় সাংসদ মোহাম্মদ আব্দুল্লা আল-মামুনের পক্ষে শ্রমিকলীগ নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ সাম্যবাদী দল (বাসদ), প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, তরুণ লীগ, হাজিরহাট উপকূল কলেজ ও জাগরণী স্কুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। এতে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদী। শ্রদ্ধাবনতচিত্তে কমলনগরবাসী স্মরণ করেন ভাষা আন্দোলনের জন্য আত্মত্যাগ দেওয়া বীরসেনাদের।

দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘ভাষা আন্দোলন ও আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল। হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও চরফলকন ইউপি চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।