রংপুর থেকে জয়নাল আবেদীন: যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনের নামে দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে রংপুরে ১৪দলের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে।
নগীরর বেতপট্রি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজার এলাকায় এসে সমাবেশ করে। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা দেশে নৈরাজ্যের মূল নায়ক বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান । বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি এবং জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন, মহানগর সভাপতি শফিয়ার রহমান শাফি, বাসদ নেতা রফিকুল ইসলাম মুকুলসহ ১৪দলের নেতৃবৃন্দ ।