হরতালে আবারও পিছিয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

হরতালের কারণে আবারও পেছাতে হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারেণ আগামীকাল রোববার এবং আগামী ২৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে জরুরি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ঘোষণা দেন।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামীকালের পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি শনিবার। ওই দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা হবে। ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ৬ মার্চ শুক্রবার। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ছেলেমেয়েদের হিংস্রতার নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী আশা করেন, আগামী পরীক্ষাগুলো আগের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।