কিশোরগঞ্জের ইটনায় ট্রলারডুবিতে শিশু নিহত

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : জেলার হাওর উপজেলা ইটনায় যাত্রীবাহী ট্রলারডুবিতে হ্যাপি নামে দুই বছরের একটি শিশু মারা গেছে। নারীসহ ১০-১২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতরে রক্ষা পেয়েছেন। উদ্ধার করা হয়েছে ট্রলারটিও।

তবে কিছু যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত শিশুটি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের আবু হানিফের একমাত্র সন্তান। সে তার মা পারুলের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল।

ঘটনাস্থল থেকে ইটনা সদর ইউপি চেয়ারম্যান ওমর ফারুকসহ অন্যান্য সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে করিমগঞ্জের চামড়া নৌবন্দর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘এমভি রফিক’ নামে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি ট্রলার সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর এলাকায় যাচ্ছিল। অতিরিক্ত মালামাল বহনের কারণে বিকাল সাড়ে তিনটার দিকে ট্রলারটি ইটনা সদর ইউনিয়নের এরশাদনগর এলাকায় ধনু নদীতে ডুবে যায়।

ট্রলারডুবির খবর পেয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ, ওসি আব্দুল মালেক, ইটনা সদর ইউপি চেয়ারম্যান ওমর ফারুকসহ অনেকেই ঘটনাস্থলে গিয়েছেন। ডুবন্ত ট্রলারটি উদ্ধার করা হলেও এর ভেতর কোন জীবিত বা মৃত যাত্রী পাওয়া যায়নি বলে চেয়ারম্যান ওমর ফারুক জানিয়েছেন। ইটনার ওসি আব্দুল মালেক জানান, অনেকেই যার যার চেষ্টায় প্রাণ বাঁচিয়েছেন। তবে কোনো যাত্রী নিখোঁজ আছেন কিনা, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।