গফরগাঁও সরকারি কলেজে অনার্স কোর্স চালু

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: দীর্ঘ ১৪ বছর পর ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে অনার্স শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কলেজ মিলনায়তনে অনার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু।

১৯৯৯ সালে গফরগাঁও সরকারি কলেজে অনার্স কোর্স চালু হলেও ২০০২ সালে জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কলেজের অনার্স শিক্ষা কার্যক্রম বাতিল করে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের চেষ্টায়  দীর্ঘ সময় পর অনার্স কোর্স চালুর ফলে কলেজে বিরাজ করছে উৎসবের আমেজ। কলেজের বাংলা (অনার্স) ১ম বর্ষের ছাত্রী হুমায়রা আক্তার শিলা বলেন, এটি ছিল দীর্ঘদিনের স্বপ্ন। এখন উপজেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আর দুরে কোথাও যেতে হবে না।

স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বর্তমানে বাংলা ও মনোবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হলেও এ কলেজে পর্যায়ক্রমে সব বিষয়ে অনার্স কোর্স চালু করার চেষ্টা চলছে।