দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ ও সড়কে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর সময় জনতার হাতে ছাত্রশিবিরের দুই ক্যাডার আটক হয়। আটক এক জনের স্বীকারোক্তি অনুযায়ী শহরের সুইহারী ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরো পাঁচ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, শহরের বিশ্বরোডের নিমনগর বালুবাড়ীতে শনিবার রাত ৮টায় ঠাকুরগাঁও হতে দিনাজপুরের বিরামপুর বরেন্দ্র সেচ প্রকল্পের মালামাল বোঝাই ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৪-৬৮৪৭) পেট্রোলবোমা নিক্ষেপের সময় টহলরত এসআই রফিকুল ইসলাম ও ট্রাকের হেলপার উৎপল উপস্থিত জনতার সহায়তায় বোমা নিক্ষেপকারীকে ধাওয়া করে হাতেনাতে আটক করে।
স্থানীয় লোকজন এসে ট্রাকের আগুন নেভায়। আটককৃত আবু বকর সিদ্দিক (২৮) দিনাজপুর সরকারী কলেজের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে শহর শিবিরের আইন বিষয়ক সম্পাদক। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার গভীর রাতে পুলিশ শহরের সুইহারী খালপাড়ার জ্যোতি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের পাঁচ ক্যাডার ইয়াসিন আলী (২৭), মোঃ লিটন ইসলাম (২২), মোঃ শাহিন আলম (২২), মোঃ জুয়েল রানা (১৯) এবং মোঃ মিজানুর রহমানকে (২১) ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানায় ট্রাকের চালক বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার আব্দুর রাজ্জাক (৫০) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবু বকরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন। সোমবার সদর উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে বিরল-সেতাবগঞ্জ সড়কের ধুকুরঝাড়ী রেলক্রসিংয়ের পাশের সড়কে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা ও আতঙ্ক সৃষ্টির সময় স্থানীয় জনতা শিবির কর্মী আখতারুজ্জামানকে (১৯) হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বিরল থানায় মামলা করেছে। রোববার বিকেলে ধৃত আখতারুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।