দুধের দাম কমায় রংপুরে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ সমাবেশ

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরে দুধের দাম কমার প্রতিবাদে মহাসড়কে দুধ ঢেলে দিয়ে অভিনবভাবে প্রতিবাদ সমাবেশ করেছে শত শত খামারি। তাদের অভিযোগ ব্র্যাক চিলিং সেন্টার হঠাৎ করে কেজিতে ৩ টাকা করে দুধের দাম কমিয়ে দিয়েছে। এতে করে তাদের লোকসান গুনতে হচ্ছে।

RANGPUR MILK  PHOTO 02
দাম কমায় মহাসড়কে দুধ ঢেলে প্রতিবাদ করেছে শত শত খামারি

রোববার দুপুরে রংপুরের মাহীগঞ্জ সাতমাথা মোড়ে জেলা দুগ্ধ উৎপানকারী সমিতির আয়োজনে সড়কে দুধ ঢেলে দিয়ে খামারিরা প্রতিবাদ সমাবেশ করে।  সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক খামারি অংশ নেয়। দ্রুত দুধের দাম বৃদ্ধি করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচিরও ঘোষণা করা হয় সমাবেশে।