পদ্মায় লঞ্চডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে পৌঁছেছে

পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে পৌঁছেছে। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটিকে।

মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানিয়েছেন, আজ সোমবার সকাল পৌনে নয়টা পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ জন।

ডুবে যাওয়া লঞ্চটিকে আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম। লঞ্চটিকে তীরে আনা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫মিনিট পর্যন্ত ৩৩ যাত্রীর  মৃতদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।