পেসার আল আমিন হোসেনের বিশ্বকাপ মিশন শেষ

আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় পেসার আল আমিন হোসেনের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাঁকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তাঁর বদলি হিসেবে পেসার শফিউল ইসলামকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অ্যামিরেটস এয়ারলাইন্সে আগামীকালের টিকিটও বুকিংও দেওয়া হয়েছে তাঁর নামে।

বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে শৃঙ্খলাভঙ্গজনিত কারণে তাকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়নি আল আমিন ঠিক কী ধরনের শৃঙ্খলাভঙ্গ করেছেন। শুধু বলা হয়েছে ‘টিম রুলস’ ভাঙার অপরাধে তিনি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দলে থাকবেন না। তাঁকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে। ম্যানেজারের রিপোর্ট পাওয়ার পর বিষয়টা তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে জানা গেছে আকসু’র অভিযোগের প্রেক্ষিতেই পেসার আল আমিন হোসেনকে দেশে ফেরত পঠানো হচ্ছে।