বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টায় বরিশাল আহতদের শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে উপজেলার জোবারপাড় গ্রামের অটল ঢালীর ছেলে তাপস ঢালী (৫০) এবং মুলাদী উপজেলার নাছির সরদারের ছেলে সায়েম (২০) মারা যান।
স্থানীয়রা জানান, উপজেলার জোবারপাড়ে শনিবার দুপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাপস ও সায়েম মারা যান। অপরদিকে একইসময় উপজেলার রাজিহার-বাশাইল সড়কে বার্থী এলাকায় নিতাই দাশ (৭০) নামে এক বৃদ্ধকে চাপা দেয়। এসময় মোটর সাইকেলের চালক গুরুতর হয়। নিতাই দাসকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।